মেহেদী গুড়া ( ৫০০ গ্রাম )
প্রাচীনকাল থেকেই মেহেদী সৌন্দর্যের উপাদান হিসেবে ব্যবহার করা হয়।চুলের যত্নে মেহেদী গুড়ার গুরুত্ব অপরিসীম। জেনে নেয়া যাক চুলের জন্য মেহেদী গুড়ার উপকারিতা এবং ব্যবহার বিধি।
উপকারিতা:
* চুলের গোড়া মজবুত করে চুল পরা বন্ধ করে।
* চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
* নতুন চুল গজাতে সাহায্য করে।
* চুলের তৈলাক্ত ভাব দূর করে।
* চুলের খুশকি দূর করে।
* চুলের রুক্ষতা দূর করে।
* চুলের আকর্ষণীয় রঙ আনতে সাহায্য করে।
ব্যবহারবিধি:
* ডিম,অ্যালো অলিভ অয়েল ও মেহেদী গুড়া মিশিয়ে প্যাক বানিয়ে চুলে ব্যবহার করা যায়।
* লেবুর রস, টক দই ও মেহেদীর এক সাথে মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগিয়ে নিন।শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
* মেহেদীর গুড়া, অ্যালো অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে চুলে ব্যবহার করতে পারেন।
* মেহেদী গুড়া, আমলকি গুড়া, জবার গুড়া এক সাথে প্যাক বানিয়ে চুলে ব্যবহার করতে পারেন।
* মেহেদী ব্রাম্মি, আমলকি ও শিকাকাই একসাথে মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন।
* এই প্যাকটি তৈলাক্ত স্ক্যাপের জন্য মেহেদী গুড়া,মুলতানি মাটির গুড়া সাথে নারিকেল তেল মিশিয়ে সমস্ত চুলের আগাগোড়া পর্যন্ত লাগিয়ে রেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ভালোভাবে চুলে শ্যাম্পু করে ফেলুন।
আগে পণ্য দেখে নিন, তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিন।
ব্যবহার করা পণ্য ফেরতযোগ্য নয়।
Call Us: +8801751-643188
Email: anzuba24@gmail.com